Posts

Showing posts from July, 2020

শৈশবের ধপ্পা ।

Image
বয়স হচ্ছে, মানতে চায়না মন হৃদয়ের কোনে যত্নে রাখা আছে শৈশবে মাখা এক টুকরো যৌবন ।  মাঝেমধ্যেই পেছন ফিরে হাতরাই স্মৃতি, কুমির ডাঙা, কানামাছি, লুকোচুরির আজ ইতি ।  পুরোনো গলির আনাচে কানাচে,  পড়ে আছে ধুলোয় মোড়া ধপ্পা, মহালয়ার ভোরে প্রভাত ফেরি,  আর ভাঙা রেডিওর ভেসে আসা টপ্পা ।  যখন ঘুম ভাঙতো হারমোনিয়াম  আর সারেগামার তালে, ফাঁকা ছাদগুলো আজ ভোকাট্টা, ধুয়ে গেছে কাঁদা, বৃষ্টি ভেজা ফুটবলে ।  হ্যারিকেনের আলোয়, লোডশেডিংয়ের সন্ধ্যায়, শুকতারা আর চাঁদমামার গল্প,  আজও ফিরে পেতে মন চায় ।  রবিবারের ছুটির সকালে চটি হাতে পিট্টু, কেমন আছিস, কোথায় আছিস, তারক, ভোলা, মিষ্টু  তোরাই ছিলি গলির ক্রিকেট, ফুটটেনিসের যাদুকর ।  তোদের হারিয়ে মিষ্টি মাখা শৈশবের আজ অবসর ।  লক্ষীপূজোর সন্ধ্যায় সন্দেশ আর নাড়ু মাখা খিচুরী, বর্ষার বিকেলে আজও মুখ তুলে চায়  আমার শৈশবের ঝাপসা পানকৌড়ি ।  হঠাৎ যদি ফিরে পাই মিত্তিরদের সেই ঝিল, দামাল মনে এপার ওপার, আকাশে ওড়া চিল ।  হঠাৎ করে, কোনো অজানা বাঁকা, যদি আবার দেখা হয় মোদের ।  টিফিন বক্সে চ্যাকচ্যাকালি, ভাসাবো কাগজের নৌকা, বুকের মাঝে আঁকড়ে ধরে, ছাড়বো না আর তোদের ।