অলৌকিক ।

১৯৯৫ সাল । সিমেন্স এ চাকরি সুত্রে পাটনা শহরের জনবহুল কংকরবাগ এলাকায় অনেক কাঠখর পুড়িয়ে সিংজি র বাড়ির দোতলায় গ্যারেজ বারান্দা সহ একটা ঘর, বাথরুম ও রান্নাঘর সমেত ভাড়া পেয়েছি । পেশায় উকিল সিংজি কে অনেক হাতেপায়ে ধরার পরে ঘর টা ভাড়া পেয়েছিলাম কারণ ব্যাচেলর দের সচরাচর কেউ ভাড়া দিতে চায় না । যাই হোক , রাত্রিবেলা রান্নাবান্না করে অনেক রাত অবধি আমার ঘরের লাগোয়া গ্যারেজ বারান্দায় বসে একটু রাতের হাওয়া খেতাম । চাঁদনী রাতে খোলা আকাশের নিচে গ্যারেজ বারান্দায় আরামকেদারায় বসে চাঁদ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পরতাম, খেয়াল থাকত না । সিংজি র বাড়ির ঠিক উল্টো দিকে একটা দোতলা বাড়ি ছিল, যে বাড়িটায় আমি কখনো কোনো লোক দেখিনি বা কখনো কোনো লোকের আনাগোনা দেখিনি । বাড়ির জানালা, দরজাও বেশির ভাগ সময় বন্ধ থাকত কেবল রাতের বেলা টুকু ছাড়া কারণ অনেক সময় রাত্রিবেলায় বাড়ির জানালায় বা কখনো কখনো বারান্দায় এক যুবতী কে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখেছি । মাসখানেক ঠিক রাত বারোটা নাগাদ রোজ দেখতাম যে ওই যুবতী এক দৃষ্টিতে আমাদের বাড়ির দিকে তাকিয়ে আছে । প্রথম প্রথম ব্যাপারটায় অস্ব...